বিশ্বব্যাপী করোনায় প্রায় ৪ লাখ লোকের মৃত্যুর

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বব্যাপী করোনায় প্রায় ৪ লাখ লোকের মৃত্যুর
রবিবার, ৭ জুন ২০২০



---

বিশ্বে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ৪ লাখ লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এদিকে মহামারি ও লকডাউনের কারণে জ্বালানি তেলের দাম কমায় তেল উৎপাদনকারী দেশগুলো তেলের উৎপাদন হ্রাসে সম্মত হয়েছে।
করোনায় মৃত্যুর সংখ্যায় ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে তবে প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো “আদর্শিক পক্ষপাতিত্বের” অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুসরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
বোলসোনারো অন্য আরো অনেকের মতো বলেছেন, লকডাউনের কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ভাইরাসের ক্ষতির চেয়েও বেশী, বিশেষ করে তেল শিল্প চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক শনিবার তেল উৎপাদন হ্রাসের সময় সীমা জুলাই পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। ভাইরাসের বিধি নিষেধের কারণে তেলের চাহিদা কমে গেছে, এতে দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তেলের মূল্য পুনরুদ্ধারে এই উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়।
অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারগুলো বিশেষ করে করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশগুলো তাদের সীমান্ত খুলে দিচ্ছে এবং লোকদের কাজে যোগদানে উৎসাহিত করছে। যদিও ভাইরাস প্রতিরোধে ওষুধ ও ভ্যাকসিনের সফলতা এখনো অনেক দূরে।
করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৩ লাখ ৯৭ হাজার লোকের মৃত্যু হয়েছে এবং ৬৮ লাখ লোক আক্রান্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে ১ লাখ ৯ হাজার লোকের মৃত্যু হয়েছে,আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ লাখ।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩১   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ