করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে দিল্লির মুখ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে দিল্লির মুখ্যমন্ত্রী
মঙ্গলবার, ৯ জুন ২০২০



---

রোববার থেকেই ক্রমশ বাড়ছে জ্বর। সেই সঙ্গে গলা ব্যাথা। তাই ঝুঁকি না নিয়ে ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নমুনা পাঠানো হয়েছে করোনাভাইরাস পরীক্ষার জন্য। আজ মঙ্গলবার রাতে বা বুধবার সকালেই টেস্টের রিপোর্ট আসবে বলে জানা গেছে। আপাতত কেজরিওয়ালের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে রোববর সকাল থেকে জ্বর এবং গলায় ব্যাথা হতেই নিজেই সেলফ কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেন কেজরিওয়াল। যদিও জ্বর নিয়েও সেদিন রাতে এক ভিডিও কনফারেন্সেও যোগ দেন তিনি। সেই কনফারেন্সে তিনি দিল্লির সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালগুলোকে কেবলমাত্র দিল্লিবাসীদের ভর্তি নেয়ার নির্দেশ দেন।

কর্মকর্তাদের দাবি, রোববার সকালে এক ক্যাবিনেট মিটিংয়েও যোগ দেন কেজরিওয়াল। তবে এরপর থেকে জ্বর আসায় আর কারও সংস্পর্শে আসেননি তিনি। এমনিতেই সর্দি-কাশি ও জ্বরের সমস্যা আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। যে কারণে বছরের বেশ খানিকটা সময়ে, বিশেষ করে শীতকালে তাকে সোয়েটার ও মাফলার ব্যবহার করতে দেখা যায়।

এর আগে সোমবার আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহ জানিয়েছিল, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জ্বর ও গলা ব্যথা রয়েছে। সেই কারণেই দিল্লির সব জরুরি বৈঠক বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষা হতে চলেছে মঙ্গলবার। ঈশ্বরের কাছে প্রার্থনা কেজরিওয়াল যেন শিগগিরই কাজে ফিরতে পারেন।

এদিকে কেজরিওয়ালের সুস্থতা কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি কেজরিওয়াল অসুস্থ। তার জ্বরের সঙ্গে গলা ব্যথার উপসর্গ দেখা দিয়েছে। আমি তার আরোগ্য কামনা করি। আমি আশা রাখি দ্রুত কাজে ফিরতে পারবেন তিনি।

উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লিতে মোট ২৯ হাজার ৯৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৮৭৪ জনের।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫১   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ