
গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে দুই চিকিৎসকসহ আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে।
সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন । মারা গেছেন চারজন।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ছয়, কাশিয়ানীতে দুই, টুঙ্গিপাড়ায় তিন, মুকসুদপুরে এক এবং কোটালীপাড়ায় দুইজন রয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ৩৯১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কাশিয়ানীতে ১০৭ জন, গোপালগঞ্জ সদরে ৬৬ জন, টুঙ্গিপাড়ায় ৫৩ জন, মুকসুদপুরে ৯৩ জন, ও কোটালীপাড়া উপজেলায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩৭ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫৬ ১৪৭ বার পঠিত