কোভিড-১৯ নিয়ন্ত্রণে জেগে ওঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রথম পাতা » আন্তর্জাতিক » কোভিড-১৯ নিয়ন্ত্রণে জেগে ওঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
শনিবার, ৪ জুলাই ২০২০



---

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মহামারির এই পরিস্থিতিতে জেগে উঠতে এবং এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
ডব্লিওএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, জনগণের জেগে ওঠা প্রয়োজন। তথ্য মিথ্যা নয়। পরিস্থিতি মিথ্যা নয়।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার সংক্রমণ শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ভাইরাসটিতে অন্তত ১ কোটি ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা আরো বলেন, অনেক দেশই এসব তথ্য উপেক্ষা করছে। এখনও সময় আছে। মহামারি নিয়ন্ত্রণে নেয়ার সময় কখনও ফুরিয়ে যায় না।
এদিকে কয়েকদিন আগে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আমরা সকলে চাচ্ছি বর্তমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাচ্ছি প্রতিটি জীবন এগিয়ে যাক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।
তিনি আরো বলেন, কিছু কিছু দেশে পরিস্থিতির অগ্রগতি হলেও মূলত মহামারি বিশ্বব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো মারাত্মক রূপ নেবে। আরো বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হবে।
তিনি পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনের ওপর আবারো গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৯   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ