
ইউরোপের অনেক দেশেই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বুঝতে পেরে এরই মধ্যে বিভিন্ন দেশে কড়াকড়ি শুরু হয়েছে। ফ্রান্সে এক দিনে ৫২ হাজার ১০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হলো। আর এটিই সে দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা।
দেশটিতে ২৪ ঘণ্টায় একশ ১৬ জন মারা গেছে বলে জানিয়েছে পাবলিক হেলথ ফ্রান্স (এসপিএফ)। ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ হাজার সাতশ ৬১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার পাঁচশ সাতজন।
শুরুর দিকে করোনায় বিধ্বস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সও ছিল। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হতেই আবারও বিপাকে পড়ছে দেশটি। গত ১০ দিন ধরে করোনায় মৃত্যুর হারও বাড়ছে।
করোনা সংক্রমণ থেকে বাসিন্দাদের বাঁচাতে এরই মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সরকার।
সূত্র : দ্র লোকাল ফ্রান্স, এনডিটিভি
বাংলাদেশ সময়: ১২:৩২:৩৫ ৯৩ বার পঠিত