
আবারো পয়েন্ট হারালো জুভেন্টাস। সিরি আ’য় ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টানা নয়বারের লিগ চ্যাম্পিয়নরা।
রোববার আলিয়াঞ্জ এরেনায় খেলার ৬০ মিনিটে আন্দ্রেয়া ফাভিলির গোলে লিড নেয় ভেরোনা।
নিজেদের মাঠে ৭৭ মিনিটে মোরাতার বাড়ানো বল থেকে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান দেয়ান কুলুসেভস্কি।
বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কেউ। ফলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো আন্দ্রে পিরলোর দল।
পাঁচ ম্যাচের ২টিতে জয় আর ৩টিতে ড্র করে ৯ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগের তালিকার পাঁচ নম্বরে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে দুই জয়, দুই হার ও এক ম্যাচে ড্র করে অষ্টম স্থানে রয়েছে ভেরোনা।
অন্যদিকে চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে জ্লাতন ইব্রাহিমোভিচের এসি মিলান।
বাংলাদেশ সময়: ১২:৩৮:৪৭ ৯৬ বার পঠিত