
জো বাইডেনের কাছে কোনোভাবেই এই হার মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। প্রচন্ড মানসিক চাপে তিনি যখন বিধ্বস্ত তখন তার জামাতা জ্যারেড কুশনার নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। খবর সিএনএনের।
ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের জামাই জ্যারেড। মেয়েও ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।
নির্বাচনে জো বাইডেন জয়ী হলে এ বিষয়ে ট্রাম্প শিবির একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন বাইডেন। লড়াই শেষ হতে বহুদূর বাকি।
বিবৃতিতে ট্রাম্প আরও জানান, গণতন্ত্রের দাবি ও মার্কিন জনগণের প্রাপ্য অনুযায়ী সত্যিকারের ভোট গণনা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যাবেন না। ভোট নিয়ে সোমবার থেকে ট্রাম্প শিবিরের আইনগত লড়াই শুরু হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য দরকার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট। জো বাইডেন ইতোমধ্যে তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প এখন পর্যন্ত তার পরাজয় মেনে নেননি। ভোটে কারচুপি ও ভোট গণনা বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকটি অঙ্গরাজ্যে ইতোমধ্যে তার পক্ষে মামলা করা হয়েছে।
অপরদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর এখন পর্যন্ত জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা বা যোগাযোগ হয়নি বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০:১৪:৫৩ ১০১ বার পঠিত