করোনায় মারা গেলেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনায় মারা গেলেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০



---

করোনায় আক্রান্ত হয়ে আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন৷ সোমবার বিকালে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৮৫। আসামের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রিত্বের আছে রেকর্ড গগৈয়ের।

আগস্ট মাসের শেষের দিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরে সেরে উঠলেও পরবর্তী উপসর্গ জনিত কারণে প্রবীণ কংগ্রেস বিধায়কের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে।

শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গত ২ নভেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গগৈকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতির খবরে শুভানুধ্যায়ী এবং দলীর নেতাকর্মীদের ভিড় জমেছিল হাসপাতালের সামনে।

গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। ৯ জনের চিকিৎসক টিম তার চিকিৎসার দায়িত্বে ছিলেন৷ সোমবার তার মৃত্যু হয়৷

সাবেক মুখ্যমন্ত্রীর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার সরকারি বাসভবনে। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে৷ মঙ্গলবার সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা। গুয়াহাটিতেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ৯:১১:৫৬   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ