
উচ্চ আদালত নির্দেশ দিলেও ফেসবুক,গুগল,ইউটিউব থেকে ব্যাট পাচ্ছে না বাংলাদেশ । তথ্যের চাহিদা পূরণে অনলাইনে সংবাদপত্র পড়তে গেলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হরহামেশাই দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চোখে পড়ে । আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ও দেশীয় বিজ্ঞাপনের হার দিন দিন বাড়ছে।
বেসিসের তথ্যমতে ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা যাচ্ছে । অথচ সরকার উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে না। এ অবস্থায় ফেসবুক গুগল থেকে ভ্যাট আদায় এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । আইনজীবীরা বলেছেন , সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে।
এই চুক্তির আওতায় ফেসবুক গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। এক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধের অজুহাতে তারা বাংলাদেশকে কর দিচ্ছে না । এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন ওরা যদি সিঙ্গাপুরের ভ্যাট দিয়ে থাকে তাহলে আমাদের এখানেও ভ্যাট দিতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন ফেসবুক অরিজিনালি ইউএস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি । যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হত তাহলে আমরা এই যুক্তিটা মানতে পারতাম, এইসব খোঁড়া যুক্তি আমার মনে হয় না যে গ্রহণযোগ্য এদিকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম । অন্যদিকে দেশে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের করদাতারা ।
কর ফাঁকির এ পরিমাণ মোট কর রাজস্বের সাড়ে ৩ শতাংশ এবং স্বাস্থ্য খাতের ব্যয় ৬২ শতাংশ ও শিক্ষা খাতে ব্যয় ১৪ শতাংশ সমান পরিমাণ অর্থ চিকিৎসা খাতে নিয়োজিত প্রায় ৪ লাখ নার্সের বেতন এর সমতুল্য নেটওয়ার্ক নামে কর ফাঁকি বিরোধী একটি আন্তর্জাতিক ফোরামে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ।
বাংলাদেশ সময়: ১৭:২৪:১২ ১২৬ বার পঠিত