কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলায় নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলায় নিহত ১০
মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮



---কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। টরেন্টো পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। এসময় পথচারীরা গাড়ি চাপ পড়ে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে গাড়ি হামলা বলে ধারণ করছে।

এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা গেছে। নামা অ্যালেক মিনাসিয়ান। বয়স ২৫।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা করেছে।

বিবিসি জানিয়েছে, কানাডার টরেন্টোর স্থানীয় সময় দুপুর দেড়টার সময় টরেন্টোর ইয়োনগি এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ এক গাড়িচালক তার গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। ঘটনাস্থলে কয়েকটি মরদেহ পড়ে ছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টরোন্টোর ডেপুটি পুলিশ প্রধান পিটার ইয়ুন জানান, এই ঘটনা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনা অনুধাবনে হামলাকারী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এই ঘটনার পর পরই কয়েকটি হট লাইন নম্বর চালু করা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৬   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ