
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনদের।
রাষ্ট্রদূত দেশের উন্নয়নে প্রবাসীদের বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনানির্ভর উন্নত বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বিদেশে বসবাসরত অভিবাসীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিশন উপপ্রধান এসএম আনিসুল হক তার বক্তব্যে বিজয়ের পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনামূলক বিবরণ তুলে ধরেন।
দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রূহের মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৮:২৮ ১০৫ বার পঠিত