
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছেন জশপ্রিত বুমরাহ। এছাড়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৩টি, মোহাম্মদ সিরাজ ২টি ও জাদেজা ১টি উইকেট নিয়েছেন।
অজি ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোরবোর্ডে মাত্র ১৫৫ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। ওপেনার ম্যাথু ওয়েড ৩০ রান করে ফিরলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন জো বার্নস ও টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
এছাড়া মার্নাস লাবুশানে ৪৮, ত্রাবিস হেড ৩৮ ও ক্যামেরন গ্রিন ১২, টিম পেইন ১৩ ও প্যাট কামিন্স ৯, মিচেল স্টার্ক ৭, ন্যাথন লিয়ন ২০ রান করেন। জোস হ্যাজেলউড ৪ রানে অপরাজিত থাকেন। প্রসঙ্গত, পিতৃত্বকালীন ছুটিতে অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। এই টেস্টে অভিষেক হচ্ছে শুভমান গিল ও মোহাম্মদ সিরাজের।
অ্যাডিলেডে ৮ উইকেটে জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল
জো বার্নস, ম্যাথিউ ওয়েড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড ও ন্যাথন লিয়ন।
ভারতীয় দল
মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), হনুমা বিহারী, ঋষভ পান্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও জশপ্রিত বুমরাহ।
বাংলাদেশ সময়: ১৪:০৮:৩০ ৯৭ বার পঠিত