
রোটারী ক্লাব অব ঢাকা এলিট এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান চৌধুরী মো: হামিদ আল মাহবুব রোটারী আন্তর্জাতিক জেলা -৩২৮১, বাংলাদেশ এর লেফট্যানেন্ট গভর্নর (২০২১-২২) মনোনীত হয়েছেন । তিনি গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব এবং নারায়ণগন্জ জেলার ঐতিহ্যবাহী ফতুল্লা চৌধুরী পরিবারের কৃতি সন্তান ।
বাংলাদেশ সময়: ১০:৪৪:০৫ ২০১ বার পঠিত