বাইডেনের শপথ অনুষ্ঠানের দায়িত্ব থাকা ১৫০ সেনা করোনায় আক্রান্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাইডেনের শপথ অনুষ্ঠানের দায়িত্ব থাকা ১৫০ সেনা করোনায় আক্রান্ত
শনিবার, ২৩ জানুয়ারী ২০২১



---

প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা দিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ডের ১৫০ থেকে ২০০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

গত ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার পর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয় মার্কিন সরকার। এর মধ্যে ধারালো তারের বেড়া এবং ন্যাশনাল গার্ডের সদস্যের সমন্বয়ে চেকপয়েন্ট অন্যতম ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, করোনা আক্রান্ত হওয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের সংখ্যা বাড়তে পারে। তবে গত কয়েকদিন ধরে শহরে নিরাপত্তার দায়িত্বে থাকা ২৫ হাজার সদস্যের মধ্যে আক্রান্তের এই সংখ্যাটা খুবই কম।

টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। সরকারি তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ করোনায় মারা গেছে।

এদিকে ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের বিষয়ে কিছু বলবে না। তবে তাদের সদস্যরা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গাইডলাইন মেনেই কাজ করেছেন। এমনকি শহরে পৌঁছানোর আগে তাদের তাপমাত্রা পরীক্ষা এবং প্রশ্নউত্তর জমা দিতে হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, হাজার হাজার সেনাসদস্যের শহর ছাড়ার জন্য ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আগামী ৫-১০ দিনের মধ্যে প্রায় ১৫ হাজার সেনাসদস্য ওয়াশিংটন ছাড়বে বলেও জানিয়েছে তারা। তবে এ মাসের শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ডের প্রায় ৭ হাজার সদস্য শহরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩৩   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ