সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে

প্রথম পাতা » অর্থনীতি » সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১



---

কক্সবাজারের সাবরং ট্যুরিজম পার্কে বেসরকারি কোম্পানি সানসেট বে লিমিটেড অত্যাধুনিক পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে।
১০তলা বিশিষ্ট এই হোটেল গড়ে তুলতে প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যেখানে সুইমিং পুল, রেস্টুরেন্টসহ অত্যাধুনিক আবাসিক হোটেলের সব ধরনের সুবিধা থাকবে।
এ লক্ষ্যে বুধবার ঢাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও সানসেট বে লিমিটেডের মধ্যে জমির লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এসময় সানসেট বে লিমিটেডের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ পাটোয়ারি জানান, জমি প্রস্তÍত হলেই তারা কাজ শুরু করবেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে বেজা তিনটি ট্যুরিজম পার্কের উন্নয়নে কাজ শুরু করেছে। এসব পার্কে বিনিয়োগের জন্য ইতোমধ্যে দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ আগ্রহ দেখিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯ দশমিক ২ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে যে হোটেল গড়ে উঠবে, সেখানে ৩৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, সাবরাং ট্যুরিজম পার্কটি বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত, যার আয়তন ১ হাজার ৪৭ একর। সাবরাং ট্যুরিজম পার্ক রাজধানী থেকে ৪৫০ কিলোমিটার ও কক্সবাজার শহর থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। মেরিন ড্রাইভের মাধ্যমে ট্যুরিজম পার্কের সাথে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৪   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ