আন্তর্জাতিক ফ্লাইটে আরও এক মাস নিষেধাজ্ঞা ভারতের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক ফ্লাইটে আরও এক মাস নিষেধাজ্ঞা ভারতের
শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১



---

করোনা সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর স্থগিতাদেশ আরও এক মাস বাড়িয়েছে ভারত। ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিজিসিএ’র তালিকাভুক্ত বিশেষ বিমানগুলোর ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না। ডিজিসিএ’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে নির্দিষ্ট কিছু রুটে নির্ধারিত কিছু বিমান চালানোর অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর ২৩ মার্চ থেকে ভারতে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে ‘বন্দে ভারত মিশন’ এবং ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী কিছু বিমান চলছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভুটানসহ মোট ২৪টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। এই চুক্তি অনুযায়ী বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, ২০২০ সালে ভারতে ৬ কোটি ৩০ লাখ মানুষ বিমানে যাতায়াত করেছে। আগের বছরের তুলানায় যা ৫৬.২৯ শতাংশ কম। সরকারি তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে দেশটির মধ্যে ৭৩ লাখ ২৭ হাজার মানুষ বিমানে যাতায়াত করেছেন। এটি ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ৪৩.৭২ শতাংশ কম।

বাংলাদেশ সময়: ১৯:২০:০০   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ