শান্তিরক্ষা মিশনে মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সাফল্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তিরক্ষা মিশনে মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সাফল্য
শনিবার, ৩০ জানুয়ারী ২০২১



---

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আভিযানিক সাফল্য লাভ করেছে। গত ২৭ জনুয়ারি আইইডি ও গুলিবর্ষণের মাধ্যমে সংঘবদ্ধ মিশ্র আক্রমণ পরিচালনা করে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে আইইডি বিস্ফোরণে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি এল এ বি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন- ল্যান্স কর্পোরাল আলিমুজ্জামান (৪ই বেঙ্গল), সৈনিক মো. মোস্তাফিজুর রহমান (৩৪ বীর) এবং সাইদুল আলম (৩৪ বীর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং পালিয়ে যেতে বাধ্য করে। এসময় আহত শান্তিরক্ষীদের দ্রুত হেলিকপ্টারযোগে মপতি এলাকার জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের সেনেগালের ডাকার শহরে অবস্থিত জাতিসংঘের লেভেল-৩ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বাংলাদেশের শান্তিরক্ষীদের এ বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান মিশন সদর দফতরসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

---

বাংলাদেশ সময়: ১১:৪৪:২৫   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ