পবিত্র মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » পবিত্র মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়
শনিবার, ৩০ জানুয়ারী ২০২১



---

পবিত্র মদিনা শহরকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সবশেষ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। অনলাইন গণমাধ্যম সাবক জানিয়েছে, এর ফলে মদিনা প্রদেশ এখন করোনাভাইরাস মুক্ত। খবর গালফ নিউজের।

সৌদি আরবে গত বছরের মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর মদিনা আল আইসে ১৩ জন রোগী শনাক্ত হয়। তবে আক্রান্ত ওই ১৩ জনই সুস্থ হয়ে গেছে বলে খবরে জানানো হয়েছে। আল আইসে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।

সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটি এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৭ জন। সবমিলিয়ে সৌদি আরবে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার দেশজুড়ে বলবৎ থাকা কারফিউ তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরপর ব্যবসা-বাণিজ্য এবং অফিস খুলে দেয়া হয়। করোনা নিয়ন্ত্রণে এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সেখানে ধীরে ধীরে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে।

বাংলাদেশ সময়: ১২:০৭:২২   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ