সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে : স্পিকার

প্রথম পাতা » আইন আদালত » সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে : স্পিকার
সোমবার, ২৩ অক্টোবর ২০১৭



---স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা,টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে।
ঢাকার লেক শোর হোটেলে কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে ‘কমনওয়েলথ ওয়ান হান্ড্রেড প্রজেক্ট ল্যাঞ্চ ইভেন্ট গাইডিং মডেল ফর লীডারশীপ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি রোববার একথা বলেন।
স্পিকার বলেন, কমলওয়েলথভুক্ত ৫২ টি দেশের মোট জনসংখ্যা ২.৪ বিলিয়ন, যার ৬০ শতাংশ তরুণ। তরুণ সমাজের উন্নয়নে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে তরুণ নেতৃত্বকে এগিয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পাইওনিয়ার ভূমিকা রেখেছে। এর আওতায় রোড শো’সহ তরুণদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। গণতন্ত্র, সংসদ, মানবাধিকার ও রাজনীতিতে তরুণ সমাজকে অর্থবহভাবে সম্পৃক্ত করার জন্য সিপিএ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, তরুণদের আরো বেশি সচেতন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিশ্বস্ততা এবং তথ্য প্রযুক্তি আয়ত্ব করার বিষয়ে কমনওয়েলথ১০০ প্রোজেক্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উন্নয়ন পরিকল্পনা, কর্মকৌশল এবং ভবিষ্যত নেতৃত্বে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন এর আওতায় ‘কমন পারপাস’ কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার বলেন, তরুণ কন্ঠকে জাগ্রত করতে প্রয়োজন তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এক্ষেত্রে তরুণদের মানসিকতা ও জ্ঞানের কার্যকরী বিকাশের জন্য তাদের সাথে কথা বলা ও প্রশিক্ষণ খুবই জরুরী। ফলশ্রুতিতে তরুণদের মাঝ থেকে নেতা উঠে আসবে। আর এতে ভবিষ্যত নেতৃত্বে গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমন পারপাস এশিয়া প্যাসিফিক লিঃ এর প্রধান নির্বাহী আদিরুপা সেনগুপ্তা। কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন কমওয়েলথ১০০ এর প্রকল্প ব্যবস্থাপক মেঘা হারিস।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ এমপি, এমসিসিআই এর প্রেসিডেন্ট নাহিদ কবির ও কমন পারপাসের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ