নিউজ২নারায়ণগঞ্জঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত
শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল
শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ এর
উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এ ভবনটি উদ্বোধন করতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৫ মে শুক্রবার ভারত সফর করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসময় উপস্থিত থাকবেন।
শিক্ষামন্ত্রী ‘বাংলাদেশ ভবন’ এর উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক
প্রস্তুতি তদারক করতে অগ্রগামী দলের সদস্য হিসেবে সেখানে গেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব
হোসাইন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো.
হানজালা গতকাল একই উদ্দেশ্যে শান্তিনিকেতনে গেছেন।
বাংলাদেশ সরকারের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে
নির্মিত এ ভবনটি উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২০:০৯:৫৬ ৩৪৬ বার পঠিত