তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়াবে?

প্রথম পাতা » আন্তর্জাতিক » তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়াবে?
শুক্রবার, ২৫ মে ২০১৮



---পশ্চিমবঙ্গের বোলপুরে হাসিনা-মমতা বৈঠকের দিকে তাকিয়ে ভোজনরসিক বাঙালি। কারণটা শুধুই ইলিশ নয়; তিস্তার জল আর ইলিশের সমীকরণ কোন পথে গড়ায়, সেদিকেও চোখ। জৈষ্ঠ্য শেষে আষাঢ়। পাতে ইলিশের জোগানে ভাঁটা পড়বে? নাকি দ্বিপাক্ষিক কথায় মসৃণ হবে ইলিশ সরণি? এসবই এখন সময়ের অপেক্ষা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কার প্রসঙ্গে মমতা বলেন, ‘সমাবর্তনে রাজনীতির জায়গা নেই। কেবলই এটা সৌজন্যের সাক্ষাৎ।’ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৫ মে) সকাল ৮টায় দু’দিনের সফরে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে শেখ হাসিনার। ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি কলকাতা ছাড়বেন।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন সেখানে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বঙ্গ ভবনের (বাংলাদেশ ভবন) উদ্বোধন করবেন। আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করবেন শেখ হাসিনা।

মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বহুল কাঙ্ক্ষিত তিস্তা পানিবণ্টন চুক্তি এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভেটোতে ২০১১ সালে খসড়া চূড়ান্ত হয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি তিস্তা পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো তার আগের অবস্থানে রয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদির আনুষ্ঠানিক আলোচনায় মমতা আমন্ত্রিত হলেও তার সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীও খোলাসা করে কিছু জানাননি। তিনি বলেছেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির দেখা হবে।

পশ্চিমবঙ্গ সরকার এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেসারি নাথ ত্রিপেথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করবেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি। সমাবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তৃতা দেবেন।

বিশ্বভারতী ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার সন্ধ্যায় শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরে রাজধানী নয়াদিল্লির উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন শেখ হাসিনা। আবারো কলকাতা ফিরে শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন তিনি। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী শেখ হাসিনাকে বিদায় জানাবেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:২২   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ