আড়াইহাজার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সাবেক ব্রুনাইয়ের রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার সাবেক বিশেষ সহকারি মমতাজ হোসেনের নেতৃত্বে ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মূখার্জীর সঙ্গে বাংলাদেশের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সম্প্রতি স্বাক্ষাত করেছেন।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাবেক এ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও অকত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়।
সরকারি বাসভবন দিল্লিতে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ভারতের সাবেক এ রাষ্ট্রপতির সৌজন্য এ স্বাক্ষাত হয়। মূখার্জী প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।
প্রতিনিধি দল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শ্রী প্রণব মূখার্জীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
অতীতের মতোই আগামী দিনেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা। এসময় শ্রী প্রণব মূখার্জীর একমাত্র মেয়ে দিল্লি মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতি সমিষ্ঠা মুখার্জী উপস্থিত ছিলেন।
শুক্রবার সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন সাংবাদিকদের বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল আমার নেতৃত্বে ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মূখার্জীর সঙ্গে স্বাক্ষাত করেছেন। এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতে সময়ই একটি নিবির সম্পর্ক বিদ্ধমান রয়েছে। মহানস্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের পাশে ছিল।
স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের পাশে থেকে এদেশটি আমাদের অর্থনীতিক ও সামাজিক বিভিন্ন খাতে উন্নয়নে ব্যাপকভাবে সহযোগিতা দিয়েছেন।আশা করিভবিষ্যতেও একইভাবে ভারত আমাদের পাশে থাকবেন।
বাংলাদেশ সময়: ২১:২৮:৩৪ ৪৪৭ বার পঠিত