নিউজ২নারায়ণগঞ্জঃ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের
সাথে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১০৭তম আন্তর্জাতিক
শ্রম সম্মেলনে যোগদানের পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
আনিসুল হক বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায়
বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক
শ্রম সংস্থার শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় আইএলও
মহাপরিচালককে ধন্যবাদ জানান।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক,
শ্রম সচিব আফরোজা খান, জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম
আহমেদসহ শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি
এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:০৭:২৪ ৪২৫ বার পঠিত