খালেদার মুক্তি নিয়ে আবার সংশয় তার আইনজীবীর

প্রথম পাতা » আইন আদালত » খালেদার মুক্তি নিয়ে আবার সংশয় তার আইনজীবীর
সোমবার, ২ জুলাই ২০১৮



---আইনি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদৌ মুক্ত করা যাবে কি না, এ নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন তার একজন জ্যেষ্ঠ আইনজীবী। তবে কোন প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব, সেটি বলেননি তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা আরও একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিলে স্থগিত হয়ে যাওয়ার পর সোমবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আদালতের আদেশের পর এর আগেও একাধিকবার খালেদা জিয়ার মুক্তি সম্ভব কি না, এ নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন মাহবুব। বিএনপি নেতারাও নানা সময় একই ধরনের কথা বলছেন। তারা কঠোর আন্দোলনেরও হুমকি দিচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি তার নেত্রীর প্রায় প্রতিটি মামলায় উচ্চ আদালতে আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়াকে জামিন দিয়েছে আপিল বিভাগ। কিন্তু তার বিরুদ্ধে আরও যে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেগুলো তার মুক্তিতে বাঁধা হয়ে দেখা দিয়েছে।

এই ছয় মামলার মধ্যে একটিতে হাইকোর্টের পর আপিল বিভাগও জামিন দিয়েছে খালেদা জিয়াকে। কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলা চালিয়ে আট জনকে হত্যার ঘটনায় করা এক মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ আজ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের আদেশের পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে প্রতিক্রিয়া জানান খন্দকার মাহবুব। এর মধ্যে তার মনে সংশয় জেগেছে আদৌ তার নেত্রীর মুক্তি সম্ভব নয়।

আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এর আগে খালেদা জিয়ার মুক্তি সম্ভব কি না জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। আমরা বলছি, বর্তমানে যে আইনি প্রক্রিয়া চলছে এবং যে ধরনের আদেশ দেওয়া হচ্ছে তাতে আমার মনে হয়, সরকারের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। এখানে খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় বের করা সম্ভব হবে না। তদুপরি তার চিকিৎসারও ব্যবস্থা হচ্ছে না। হয়তোবা এমনও হতে পারে তার অবস্থা আরও সংকটময় হবে।’

‘এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় সরকার বেগম খালেদা জিয়াকে জেলখানায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় আমরা আদালতের কাছ থেকে কোনো রকম ন্যায়বিচার পাবো এ বিশ্বাস দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে।’

কুমিল্লায় নাশকতার মামলায় জামিন স্থগিত এবং অ্যাটর্নি জেনারেলের আবেদনে চার সপ্তাহ সময় বাড়িয়ে দেয়ার আদেশকে আশ্চর্যজনক উল্লেখ করেন মাহবুব। বলেন, এটা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ সময়: ১২:৩৯:১৬   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ