ঝিনাইদহে ব্যবসায়ী হত্যায় ২ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » ঝিনাইদহে ব্যবসায়ী হত্যায় ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১২ আগস্ট ২০১৮



--- ঝিনাইদহের সার ও কীটনাশক ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ সরকারকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো দু বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো শৈলকুপা উপজেলা বগুড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মুস্তাকুর রহমান ওরফে ব্যানেট ও কামান্না গ্রামের হিরু ডাক্তারের ছেলে শামু আমমেদ।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানায় যায়, শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামের সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ উপজেলার বিভিন্ন স্থানে সার ব্যবসায়ীদের কাছে বাকিতে সার বিক্রি করতেন। ২০১০ সালের ৬ এপ্রিল সকালে তিনি পাওনা টাকা আদায়ে জন্য নিজ মোটরসাইকেল যোগে বের হন। কবিরপুর অগ্রণী ব্যাংকের সামনে থেকে আসামিরা তাকে অপহরণ করে। বগুড়া বাজারে দণ্ডপ্রাপ্ত আসামি মুস্তাকুর রহমান ব্যানেটের দোকানে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বস্তায় ভরে রাখে। পরে ওই গ্রামের একটি মেহগনি বাগানে পুঁতে রাখে।

পরের দিন নিহত ব্যবসায়ীর ছেলে মামনুর রশিদ শৈলকুপা থানায় মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে। আসামি মুস্তকুর রহমান ব্যানেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জন আসামির বিরুদ্ধে ২০১১ সালের ১১ মে চার্জশিট দাখিল করে। আসামি সুকনাল ওরফে নসিরূল ইসলাম বিচার চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আদালত অপর আসামি রাকুকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪১   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ