মিয়ানমারে ভূতুড়ে জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারে ভূতুড়ে জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশ
শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮



ইয়াঙ্গুনের কাছে সমুদ্রসৈকতে থাকা ‘ভূতুড়ে জাহাজটি’র রহস্য উন্মোচনের দাবি করেছে মিয়ানমার। জাহাজটি নিয়ে গত দুইদিন ধরে মিয়ানমারে বেশ আলোচনা চলছিল। তদন্তের পর শনিবার মিয়ানমারের পুলিশ এর রহস্য ভেদের দাবি করে।

দেশটির নৌবাহিনী বরাত দিয়ে বিবিসি জানায়, ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামে কন্টেইনারবাহী বিশাল জাহাজটি ইন্দোনেশিয়ার। এটিকে ভাঙ্গার জন্য বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল। অন্য একটি জাহাজ এটিকে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে আসছিল। কিন্তু ঝড়ের ভেতর তার ছিঁড়ে গেলে জাহাজটি পাইলট জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর উপকূলের কাছে গত সপ্তাহে ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের জাহাজটির সন্ধান পায় মৎস্যজীবীরা। তাদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার ছুটে যায় মিয়ানমার নৌ বাহিনী। সেখানে গিয়ে জাহাজটিতে কোন নাবিক বা পণ্য দেখতে পায়নি নৌ বাহিনীর সদস্যরা।

পরে দেশটির নৌবাহিনী তাদের রেডারের রেকর্ড ঘেঁটে দুটি জাহাজ দেখতে পায়। অনুসন্ধানের পর উপকূল থেকে ৮০ কিলোমিটার দুরে ‘ইন্ডিপেন্ডেন্স’ নামে পাইলট জাহাজটিকে খুঁজে পায়। ইন্দোনেশীয় ওই পাইলট জাহাজটিতে ১৩ জন ক্রু ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই জাহাজটির রহস্য উন্মোচিত হয়।
জাহাজের কাছ থেকে তোলা ছবি

বিশ্বে জাহাজ চলাচলের খবর দেওয়া মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের জাহাজটি ২০০১ সালে নির্মাণ করা হয়। এ জাহাজের দৈর্ঘ্য ১৭৭ মিটারের (৫৮০ ফিট) বেশি। জাহাজটি সম্প্রতি অকেজো বলে ঘোষিত হওয়ার পর সেটিকে ভাঙার জন্য বাংলাদেশের চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিলো। সুত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২০:১৪:৩০   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ