ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



ফরিদপুরে সাতসকালে সড়কে বোমা বিস্ফোরণ

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, সকালে হঠাৎ তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ পেয়েছেন তারা। এ ঘটনায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই রাস্তার পাশে টায়ারে আগুন জ্বলছে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই।

পুলিশের দাবি, বিএনপি-জামাতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে, বিএনপির পক্ষে থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জয়নগর এলাকায় সড়ক বন্ধ করে ৭০-৮০ জন বিএনপি-জামাতের নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় নিজেদের সম্পৃক্তা অস্বীকার করে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। বিএনপি কখনও এরকম নাশকতা করে না। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিএনপিকে দায়ী করা হয়। যাতে, সহজে মামলা দিয়ে হয়রানি করা যায়।

ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৫   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ