রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যানহেল ডি মারিয়া। তবে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুর চোটে পড়েছিলেন তিনি। ফলে নকআউট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তারকা এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন ৩৪ বছর বয়সী জুভেন্টাসের এই তারকা।

শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটি। এই ম্যাচে ডি মারিয়ার বদলে মাঠে নামবেন সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া পাপু গোমেজ।

পোল্যান্ড ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে ওই একটিই পরিবর্তন করেছেন আর্জেন্টিনা কোচ লিওলেন স্কালোনি। এ ম্যাচ জিতলে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর হেরে গেলে বিদায় নিবে শেষ ষোলো থেকেই।

আরও পড়ুন: শুরু হচ্ছে নকআউট পর্ব, দেখে নিন কে কার প্রতিপক্ষ

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

ফরমেশন: ৪-৩-৩

অস্ট্রেলিয়ার শুরুর একাদশ: ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।

ফরমেশন: ৪-১-৪-১

বাংলাদেশ সময়: ০:২৫:০৩   ১৭৩ বার পঠিত