রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ 
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ 

মারা গেছেন কলকাতার মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ। শনিবার (৩ ডিসেম্বর) শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পারি জমান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৯।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবার (২ ডিসেম্বর) তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া তাকে। পরে শনিবার হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে নাট্যজীবনে পা রাখেন অভিনেত্রী। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ মঞ্চনাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এমনকি বাংলা থিয়েটারের নবনাট্য আন্দোলনের মশাল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনেক অবদান রয়েছে মায়ার।

এছাড়া মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’তেও সবার নজর আসেন অভিনেত্রী। ষাটের দশকের অভিনয় দিয়ে মঞ্চে ব্যাপক দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যাঙ্গনে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১৪   ১৮৭ বার পঠিত