হবিগঞ্জ মুক্ত দিবস পালিত 

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জ মুক্ত দিবস পালিত 
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



হবিগঞ্জ মুক্ত দিবস পালিত 

জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড শোভাযাত্রা, পুস্পস্তবক অর্পণ ও আলোচনাসভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামের সামনে শিরিষতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, আব্দুর রহিম জুয়েল প্রমুখ।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদ-এর নেতৃত্বে হবিগঞ্জ মুক্ত হয়। তিনি মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর ইউনিটের সাবেক কমান্ডার। তিনি জানান, তার নেতৃত্বে ৩ নং সেক্টরের একটি প্লাটুন ২ ডিসেম্বর হবিগঞ্জ শহরের পাশে এসে আস্তানা গড়ে এবং দু’জন দালালকে আটক করে হত্যা করা হয়। পরে ৫ ডিসেম্বর ঘেরাও করা হয় হবিগঞ্জ শহর। তখন হানাদার পাকিস্তানী সেনারা পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে তারাা শহরে প্রবেশ করেন এবং থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জনগন ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানায়। ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলাও মুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৩   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ
বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ