প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 

বলিউডের জনপ্রিয় তারকা অজয় দেবগন। সম্প্রতি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভোলা’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভোলার নতুন টিজারের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমার আকর্ষণীয় টিজার পোস্ট করেছেন অজয়। ‘ভোলা’র টিজারের সেই ভিডিওটি প্রকাশের পরপরই ব্যাপক বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটিতে অজয়ের ফার্স্ট লুক দর্শক ও মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের।

পোস্টটির ক্যাপশনে অজয় লিখেছেন, এই কলিযুগে আসতে যাচ্ছে সিনেমা ‘ভোলা’। টিজারে নিজেকে গম্ভীরভাবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন অজয়। ভিডিওতে দেখা যায়, ভারী দাড়িওয়ালা রূপে বেশ গম্ভীর লুকে দেখা গেছে অভিনেতাকে। তার কপালে লাগানো ছিল সাদা তিলক। সেই সঙ্গে তার মুখের কাছে হাতকড়াও দেখানো হয়েছে টিজারে।

অজয়ের ফার্স্ট লুকে মুগ্ধ হয়ে ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে ভক্ত অনুরাগীদের। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ’ লাগছে। আরেক ভক্ত মন্তব্য করেছেন, তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপারস্টার অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমার লুকটি অসাধারণ।

প্রসঙ্গত, ভোলায় একজন কয়েদির চরিত্রে অভিনয় করছেন অজয়। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এটি ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত সুপারহিট তামিল সিনেমা ‘কাইথি’-এর অফিসিয়াল রিমেক ভোলা। ছবিটি নির্মাণ করেছেন অজয় নিজেই। সেই সঙ্গে এর প্রধান ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এতে অজয় ছাড়াও অভিনয় করেছেন টাবু ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পাল।

বাংলাদেশ সময়: ১৭:০১:০২   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ