শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



১৩ বছর কৌশলে পালিয়ে বেড়িয়েছে, অবশেষে গ্রেপ্তার

ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত ছিলেন; দীর্ঘ ১৩ বছর কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে গ্রেপ্তার হয়েছে।

ফতুল্লার শিয়াচর এলাকা থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৫৫ বছর বয়সী মো. জসীম উদ্দিন। সে ফেনী জেলার ফেনী সদরের পূর্ব রাজনগর এলাকার বাসিন্দা।

আদমজীনগর কার্যালয় থেকে এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী মো. জসীম উদ্দিন প্রতারনার উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরী চক্রের একজন সদস্য। ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত আসামী। ঘটনায় ফেনী সদর থানায় মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘ ১৩ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে ফেনী সদর থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৭   ২০৫ বার পঠিত