শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার

প্রথম পাতা » খুলনা » কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার
শনিবার, ২১ জানুয়ারী ২০২৩



কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার

কুয়াকাটা সমুদ্রসৈকতে কুড়িয়ে পাওয়া ৪৮ হাজার টাকা ফেরত দিলেন মো. হাবিব নামে এক ফটোগ্রাফার। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে পর্যটক মিজানুর রহমানকে (৩৯) খুঁজে ওই টাকাগুলো ফেরত দেয়া হয়।

বগুড়া থেকে আসা পর্যটক মিজানুর রহমান বলেন, আমি লেম্বুর বনে ঘুরতে যাওয়ার পরে নামাজ পড়তে মসজিদে যাই। এরপর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তাৎক্ষণিক মাইকিং করি। তবে ভেবেছিলাম টাকাগুলো আর পাব না। কিন্তু বিকেলে পুলিশ আমাকে খবর দিলে গিয়ে দেখি ফটোগ্রাফার টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওই ফটোগ্রাফার এবং স্থানীয় মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছি। এত সৎ মানুষ আমি কম দেখেছি।

কুয়াকাটা সৈকতের হাবিব নামের ওই ফটোগ্রাফার বলেন, ‘আমি ছবি তুলছিলাম, তখন হঠাৎ একটি টিস্যু পেপারে মোড়ানো কিছু টাকা পেয়ে কাউকে না দিয়ে সরাসরি আমাদের সভাপতির মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে দেই। পরে টাকার আসল মালিককে পেয়ে তার হাতে ফেরত দেই। অন্যের টাকার প্রতি বিন্দুমাত্র লোভ কখনোই ছিল না আমার। যার টাকা তাকে দিতে পেরে আমি আনন্দিত।’

কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ফটোগ্রাফারদের সভাপতির কাছে একজন কিছু কুড়িয়ে পাওয়া টাকা জমা দিয়ে মালিককে খুঁজতে আমাদের সহযোগিতা চান। আমরা মাইকিংও করি। পরে মিজানুর রহমান নামে ওই পর্যটক টাকার সঠিক বর্ণনা দিলে তাকে টাকা ফেরত দেই।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩৫   ১৪২ বার পঠিত