প্রকাশ্যে সেলফির নতুন গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ্যে সেলফির নতুন গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



প্রকাশ্যে সেলফির নতুন গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’

পুরনো এক গানকে নতুনভাবে উপস্থাপন করা হলো ‘সেলফি সিনেমার জন্য। গানের নাম ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ । ফের একবার নব্বই দশকের সেই আমেজ ফিরে এল পর্দায়।

শিগগিরই মুক্তি পাবে বলিউড তারকা অক্ষয় কুমারের সিনেমা ‘সেলফি’। অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন আরও এক বলিউড অভিনেতা ইমরান হাশমি। সিনেমার ঘোষণা আগেই হয়েছিল। এবার প্রকাশ্যে এল এই সিনেমার প্রথম গান ‘ম্যায় খিলাড়ি’। শ্রোতার মনে প্রশন আসতেই পারে, এটা কি সেই জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানটি? হ্যাঁ। ঠিকই ধরেছেন। আসল গানটিকে ঠিক রেখেই নতুনভাবে তৈরি হয়েছে গানটি ।

নতুনভাবে গানটি তৈরি করেছেন তনিষ্ক বাগচি। প্রথম গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ এবং অভিজিত ভট্টাচার্য। আগের আমেজের সঙ্গে বর্তমান সুরের মিশেলে গানটি ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দও হয়েছে। গানের দৃশ্যে অক্ষয় কুমার এবং ইমরান হাসমির অসাধারণ নাচ মাতিয়ে রেখেছে নেট দুনিয়া।

‘সেলফি’ সিনেমায় অক্ষয় কুমার, ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন নুসরত ভারুচা এবং ডিয়ানা পেন্টি। ছবিতে অক্ষয় কুমার একজন সুপারস্টার এবং ইমরান হাশমি তার বড় অনুরাগী এবং পেশায় একজন পুলিশ অফিসার। অ্যাকশন - কমেডি ঘরানার এই ছবিকে ঘিরে উত্তেজিত দর্শকরা। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘সেলফি’। রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ আসলে জনপ্রিয় মালায়লম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি অ্যাডাপশন।

প্রসঙ্গত অক্ষয় কুমারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি ছবি। তাকে শিগগির দেখা যাবে ‘ওহ মাই গড ২’ সিনেমায়। এ ছাড়া অ্যাকশন থ্রিলার ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে তিনি অভিনয় করছেন টাইগার শ্রফের সঙ্গে। এই সিনেমাটি একাধিক পুরস্কারপ্রাপ্ত তামিল ছবি ‘সুরারাই পোত্রু’র হিন্দি রিমেক। অন্যদিকে, বর্তমানে বলিউডে অন্য ধরনের সিনেমায় অভিনয় করছেন ইমরান হাশমি। ‘সেলফি’ ছাড়াও তাঁকে দেখা যাবে সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’তে। এই সিনেমাতে তিনি খলনায়কের ভূমিকায় থাকবেন।
সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৩:২০:৫১   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান
শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী
সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী
আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে - স্পীকার
জাতির পিতার সমাধিতে রেড ক্রিসেন্ট’র নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
যশোরে টেবিল ফ্যান বিতরণ করল রামকৃষ্ণ মিশন
উপজেলা নির্বাচন নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ