সৌদি আরব-ডিসিও দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার অঙ্গীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরব-ডিসিও দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার অঙ্গীকার
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



সৌদি আরব-ডিসিও দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার অঙ্গীকার

সৌদি আরব এবং ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন (ডিসিও) সদস্যভুক্ত দেশগুলোর স্টার্টআপ কোম্পানির সঙ্গে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোর সংযোগ তৈরি করে সহযোগিতা বৃদ্ধি করা হবে। এছাড়া দুদেশের তথ্যপ্রযুক্তি খাতের ভালো উদ্যোগগুলো নিয়ে আলোচনা করে এ খাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের ডিসিও মহাসচিব দিমা আল ইয়াহিয়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক ডিসিওর সাধারণ অধিবেশনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশ ডিসিওর সদস্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মহাসচিবকে অবহিত করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সরকারের আইসিটি সম্পর্কিত কার্যক্রম ও পরিকল্পনা দেখতে এবং ডিসিও কীভাবে উদ্দেশ্য পূরণে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করতে ডিসিওর মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রতিমন্ত্রী ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরবের ডিজিটাল রূপান্তর এবং ই-গভর্নেন্সে সৌদি আরবের উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী ডিসিওর সাধারণ অধিবেশনের পাশাপাশি সৌদি আরবের স্বনামধন্য আইটি কোম্পানি থিকাহ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল ফজলের সাথে বৈঠক করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের আইটি খাতে পরামর্শ ও প্রশিক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে থিকাহর প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন ও সাইবার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, আইটি খাতে সাইবার হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার সর্বাধিক গুরুত্ব সহকারে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে।

বৈঠকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও ইকনমিক মিনিস্টার মর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৩৮:০৪   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ