মোটরসাইকেলের টায়ারে সাত কেজি গাঁজা, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোটরসাইকেলের টায়ারে সাত কেজি গাঁজা, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



মোটরসাইকেলের টায়ারে সাত কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নাটোরে মোটরসাইকেলের টায়ারের ভেতরে গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন।

এর আগে, সোমবার রাতে সদর উপজেলা পূর্ব হাগুড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ি থানার পূর্বফুলমতি এলাকার মোহাম্মদ মণ্ডল মিয়ার ছেলে মো. মামুন হাসান (২৩) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাতারটারি এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. মাইদুল ইসলাম (৩৮)।

র‌্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় কুড়িগ্রাম হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলের টায়ারের ভেতরে অভিনব কায়দায় রাখা সাত কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, দুইটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৩   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে
রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ
ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের ১২ সৈন্য নিহত
দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব
নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা আব্বাস
টেক্সাসে হঠাৎ কেন বন্যা, কেন এত প্রাণহানি
প্রজায় পরিণত হয়েছিলাম, ছাত্ররা মুক্তি এনে দিয়েছে : শিক্ষা উপদেষ্টা
বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে : খাদ্য উপদেষ্টা
কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ