![]()
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নীতির কথা তারাই বলে যারা বেশি দুর্নীতিবাজ, তাদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, শহীদ মিনার আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেনি, শহীদ মিনারে বিএনপিই প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে তারাই এখন সন্ত্রাসীর কথা বলে।
সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম।
বাংলাদেশ সময়: ১৩:২২:৪২ ২৭৭ বার পঠিত