একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



একটি দৃশ্যে হলেও রেখাকে ‘হীরামান্ডি’ সিরিজে চান সঞ্জয় লীলা

সঞ্জয় লীলা বানসালির সিনেমাগুলো এক একটা রূপকথার গল্প। সেট থেকে গল্পের বুননে সবকিছুতেই থাকে একটা অন্যরকম অনুভূতি। সে ‘দেবদাস’ হোক বা ‘রামলীলা’, পরিচালকের পরিচালনায় যেন, জাদু আছে। আর এবার সামনে এল তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। এই সিরিজেই তিনি খুব করে চান বলিউড সেনসেশন ‘রেখা’ কে।

গত শনিবার মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ডেবিউ সিরিজের প্রথম ঝলক। ‘হাম দিল দে চুকে সনম’, ‘রামলীলা’ থেকে শুরু করে ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’- দর্শকদের একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই সঞ্জয়ই পা রাখলেন ওয়েব দুনিয়ায়। শিগগিরই আসছে তার সিরিজ ‘হীরামান্ডি’।

এদিকে বলিউড সেনসেশন ‘রেখা’ বহুদিন ধরে সিনেমায় ধরা দেননি। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায়। বর্তমানে ওটিটির জোয়ারেও কোনোভাবেই গা ভাসাননি তিনি। এরই মধ্যে খবর শোনা গেল সঞ্জয় লীলা তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে চেয়েছেন রেখাকে।

যদিও এরই মধ্যে আবারও খবর পাওয়া যায়, সঞ্জয়ের ‘হীরামান্ডি’-তে থাকছেন রেখা। কিন্তু আসলে এটি ছিল গুজব, রেখা থাকছেন না এই সিরিজে।

সম্প্রতি জানা গেল, অভিনেত্রী নিজে আগ্রহী না হলেও পরিচালক বারবার অভিনেত্রীকে চেয়েছেন এই সিরিজে। আটটি পর্ব করা হবে সিরিজটির।

সঞ্জয় চেয়েছিলেন, রেখা যেন এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু অভিনেত্রীর অনাগ্রহের কারণেই তখন কথাবার্তা খুব বেশি এগোয়নি।

পরিচালক অবশ্য হাল ছেড়ে দেননি। এখনো কথা চালাচালি হচ্ছে দুজনের মধ্যে। এখন অবশ্য রেখাকে ছোট একটি চরিত্রে চাইছেন সঞ্জয়। গুঞ্জন শোনা যাচ্ছে, একটি বিশেষ গানের দৃশ্যে অন্তত রেখাকে চাইছেন পরিচালক। বানসালি নাকি এখনো দৃঢ়প্রতিজ্ঞ, রেখাকে ‘হীরামান্ডি’তে তিনি নেবেনই, ছোট চরিত্র হলেও।

এই সিরিজে ১৯৪০-এর দশকের টালমাটাল স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে উঠে আসবে যৌনপল্লি ও গণিকাদের জীবন। তাদের জীবনের ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকারের দ্বন্দ্ব, রাজনীতির কাহিনি সঞ্জয় বুনেছেন নিজস্ব ভঙ্গিমায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩:২০:৪১   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান
রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া
দেশের প্রাণিকুলের বিদ্যমান রেড লিস্ট হালনাগাদকরণে বনবিভাগের সাথে আইইউসিএন, বাংলাদেশের চুক্তি স্বাক্ষর
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে: জেলা প্রশাসক
পোস্টাল ব্যালটের ডিজাইনদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ