রাবি সংলগ্ন বিনোদপুর রণক্ষেত্র, পুলিশ ফাঁড়িতে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবি সংলগ্ন বিনোদপুর রণক্ষেত্র, পুলিশ ফাঁড়িতে আগুন
শনিবার, ১১ মার্চ ২০২৩



রাবি সংলগ্ন বিনোদপুর রণক্ষেত্র, পুলিশ ফাঁড়িতে আগুন

বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ২৫ থেকে ৩০টি দোকানে অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় কথা-কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে ঘটনার সূত্রপাত। এখন পর্যন্ত সংঘর্ষ চলছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, শনিবার রাতে এখন পর্যন্ত মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে প্রায় ২৫ জন শিক্ষার্থী চিকিৎসাধীন। আরও আসতেছে। তবে গুরুতর আহত ১০ জন শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। কে বা কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি। এ ছাড়াও বিনোদপুর গেটে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে ক্যাম্পাসের ভেতরে ইটপাটকেল ছুড়ছেন কয়েকশত স্থানীয়। তাদের ছোঁড়া ইটে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বর্তমানে মহাসড়কের দুই পাশ থেকে স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাজারের প্রায় সব দোকানে অগ্নিসংযোগ করেছেন।

শিক্ষার্থীরা জানান, শনিবার বিকেলে বগুড়া থেকে মোহাম্মদ বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। এ সময় বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও সুপারভাইজার রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয় আকাশের। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারও সুপারভাইজারের সঙ্গে ঝামেলা বাধে। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম জানান, বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৩   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
ভৈরবে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হয়না - রিজওয়ানা হাসান
মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
সরিষাবাড়ীতে বিএনপি সমর্থকের ওপর হামলা: বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ
জাতীয় নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা - স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিটিটিএফ’
‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ