নারায়ণগঞ্জ ওসমানী সাম্রাজ্য কায়েম হয়ে গেছে : আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ওসমানী সাম্রাজ্য কায়েম হয়ে গেছে : আনোয়ার
রবিবার, ১৯ মার্চ ২০২৩



নারায়ণগঞ্জ ওসমানী সাম্রাজ্য কায়েম হয়ে গেছে : আনোয়ার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ ওসমানী সাম্রাজ্য কায়েম হয়ে গেছে। প্রকাশ্যে দিবালোকে বন্দর ফরাজিকান্দায় গুলি ছুড়ে সন্ত্রাসী তান্ডব জ¦লন্ত প্রমাণ।

এরপরও প্রশাসন তাদের বিরুদ্ধে এ্যাকশন নিতে সাহসও পায় না। তাদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, আর না থাকলে রাজাকার। আওয়ামীলীগ থেকে যারা বেশি পেয়েছে, তারা এখন নৌকা ডুবিয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে।

লাঙলের যাচাই আর নৌকা ডুবাতে দিবো না। নারায়ণগঞ্জ ক্লাবে ব্যালট বাক্স নিয়ে যাওয়া ব্যক্তিরা আজ নৌকা ঠেকাতে কাজ করে। এ সময় তিনি আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী দাবি করেন শেখ হাসিনার কাছে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে বক্তব্য দেয়ার আহবান জানাই। আজকে শান্তি নষ্ট করে উস্কানিমূলক বক্তব্য দিলে কোন বাপের বেটা আসলেও তাদের রেহাই নাই।

শনিবার (১৮ মার্চ) বিকেলে শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালের মূল ফটকে মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তির সমাবেশে একথা বলেন তিনি।

আনোয়ার আরো বলেন, আজ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এক সময় আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম। তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলতে কোন কিছু নাই। এক পাগল আর ছাগল নাকি নিরপেক্ষ। শিশু আর পাগল নাকি আজ নিরপেক্ষ। তাই হয়ে থাকলে আজ কেন খালেদা জিয়ার কর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে।

সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো। শেখ হাসিনার প্রতিনিধির পক্ষে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন, মহানগরের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদ উল্লাহ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর পলু, কার্যকরি সদস্য মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন সুমন, শামীম খা, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ ওমর খালেদ এপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেল ও সাদিম আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০০:০৫   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন বিশ্বব্যবস্থা কেমন হবে, চীন যে বার্তা দিল
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : মঈন খান
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
ইসলামপুরে দুই গ্রুপের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমির খসরু
এমন কোনো শক্তি নেই যে আগামীর নির্বাচনকে বাধাগ্রস্ত করবে : বাবুল
বরিশালে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ