সংবিধানসম্মত ভোট বিএনপির পছন্দ না: কামরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধানসম্মত ভোট বিএনপির পছন্দ না: কামরুল
রবিবার, ১৯ মার্চ ২০২৩



সংবিধানসম্মত ভোট বিএনপির পছন্দ না: কামরুল

নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বিএনপি বিশ্বাসী না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১৯ মার্চ) দুপুরে সাভারের হেমায়েতপুরে মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল বলেন, ‌‘সন্ত্রাস জঙ্গিবাদের মাধ্যমে দেশের অগ্রগতিকে থামিতে দিতে চায় একটি গোষ্ঠী। নির্বাচনের মাধ্যমেই কেবল ক্ষমতার পরিবর্তন হবে, অন্য কোনো পথে নয়। কিন্তু সংবিধানসম্মত ভোটতো বিএনপি পছন্দ করে না।’

এ সময় সংবিধানের আলোকে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের মধ্যদিয়ে আবারো শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসবে।’

নির্বাচন বন্ধে বিএনপি ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি আবার অগ্নিসন্ত্রাসের হুমকি দিচ্ছে, এটা শুভ লক্ষণ না। নির্বাচন হতে দেবো না, এটা ফ্যাসিস্ট কথা। ফ্যাসিস্ট কায়দায় নির্বাচন হতে দেবো না, এ ধরনের বক্তব্য উচিত না। নির্বাচন কমিশনকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না।’

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘একটি অপশক্তি দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। তারা পাকিস্তানের পক্ষে কথা বলে। তারা টেকব্যাক বাংলাদেশের কথা বলে।’

এ সময় ডিজিটাল বাংলাদেশের সুবাদে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে বলে দাবি করেন তিনি। কামরুল বলেন, ‘নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতো না। ডিজিটাল বাংলাদেশের কারণে তারা সত্যিকার ইতিহাস জানতে পারছে। সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে সরকার।’

বাংলাদেশ সময়: ১৪:৫১:১৫   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী ‘দেখলেই মারধর’, আতঙ্কে বাংলাদেশিরা
ইতিহাস গড়ার অপেক্ষায় সোনু!
সবার মুখে খাবার তুলে দিতেই কাজ করছেন শেখ হাসিনা: খাদ্যমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
বুন্দেসলিগায় অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুসেনের
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার
তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ