সোনারগাঁয়ে উন্নয়ন কাজে বিঘ্ন ঘটালে, সহ্য করা হবে না: এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে উন্নয়ন কাজে বিঘ্ন ঘটালে, সহ্য করা হবে না: এমপি খোকা
রবিবার, ১৯ মার্চ ২০২৩



সোনারগাঁয়ে উন্নয়ন কাজে বিঘ্ন ঘটালে, সহ্য করা হবে না: এমপি খোকা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি অনেক সুশৃঙ্খল, সুদৃঢ় ও শক্তিশালী সংগঠন। জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবো। আমরা ঐক্যবদ্ধ থেকেই সকল উন্নয়ন কাজ করে যাবো। আমি আমার নেতাকর্মীদের সাথে নিয়ে আপনাদের পাশে থাকবো। কোন কুট রাজনীতি করে কেউ এসব উন্নয়ন কাজে বিঘ্ন ঘটাতে চাইলে তা সহ্য করা হবে না।

রোববার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী মাঠে ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা দেশ ও জনগণকে ভালোবাসি, তাই উন্নয়নের রাজনীতি করি। কিন্তু শয়তানের অনুসারীদের এটা পছন্দ হয় না, তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।

এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কথা স্মরণ করে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও উপজেলা বৃদ্ধিকরণে তার অবদানের কথা তুলে ধরেন।

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আমিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সহ সভাপতি এম এ জামান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, সাংস্কৃতিক সম্পাদক হাজী মুক্তার হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার সভাপতি জায়েদা আক্তার মনি, সাধারণ সম্পাদক জাহানারা আক্তার।

এসময় আরোও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূঁইয়া মাকসুদ, প্যানেল চেয়ারম্যান মো. মোতালেব ভূঁইয়া, আলী জাহান, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, বাছেদ মেম্বার, হাসান ইমাম, বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম বাবু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব সাইদুর রহমান সবুর, মনির মেম্বার, মহিলা সদস্য পলি আক্তার, নার্গিস আক্তার, রুনা আক্তার, নাসরিন আক্তার পান্না, আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, সাদেকুর রহমান, আনোয়ার হোসেন আনুসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৫   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে ফ্রান্স: রাষ্ট্রদূত
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা উচিত নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার
উন্নত দেশগুলোকে ন্যাপ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচিব
আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে - পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ