রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব

প্রথম পাতা » অর্থনীতি » রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব
বুধবার, ২২ মার্চ ২০২৩



রপ্তানি পণ্য বহুমুখীকরণে সরকার অগ্রাধিকার দিচ্ছে : বাণিজ্য সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তোরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে।এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার রপ্তানি পণ্য বহুমূখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে। পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল,চামড়া, কৃষি প্রক্রিয়াকরণ,ওষুধসহ আরও কিছু পণ্যের রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিএফটিআই কর্মশালার আয়োজন করে।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু ও মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম।
তপন কান্তি ঘোষ বলেন, শুধু তৈরি পোশাকের উপর রপ্তানি নির্ভরশীল হয়ে এলডিসি উত্তোরণ চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। আমরা যদি আরও কিছু পণ্য রপ্তানি বাড়াতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন রপ্তানি বাড়ানোর জন্য বাণিজ্যিক প্রক্রিয়া সহজ ও ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস করার পক্ষে অভিমত দেন।
কর্মশালায় বেসরকারিখাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৬   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারে সূচকের বড় লাফ, ঊর্ধ্বমুখী লেনদেনও
পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত
অর্থনৈতিক সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : সালমান এফ রহমান
বেপজায় গার্মেন্টস পণ্য তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান
প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য - অর্থ প্রতিমন্ত্রী
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সোনার দাম ভরিতে বাড়ল ৬৩০ টাকা
জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের উপরে
দিনে আসছে হাজার কো‌টি টাকার রেমিট্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ