একসময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একসময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল : সমাজকল্যাণ মন্ত্রী
সোমবার, ২৭ মার্চ ২০২৩



একসময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল : সমাজকল্যাণ মন্ত্রী

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, একসময় বাংলাদেশকে বলা হতো ফকিরের দেশ। সেই বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল পরিণত করেছেন। দুর্ভিক্ষ কবলিত দেশকে উদ্ধার করে অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভিক্ষুক ও ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মধ্যে অটোরিকশা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতাম না। স্বাধীনতাবিরোধীরা তাকে হত্যা করে স্বাধীনতা ভুলণ্ঠিত করতে চেয়েছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।
স্বাধীনতাবিরোধীরা আবারও দেশ পরিচালনায় ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। নুরুজ্জামান আহমেদ বলেন, বয়স্ক ভাতা, সামাজিক নিরাপত্তা ভাতাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫৪ প্রকার ভাতা প্রদান করছে সরকার। আর যারা ভিক্ষা করে খায় তাদের রিকশা প্রদান করছে সরকার। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার এ কার্যক্রম হাতে নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল। এসময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর সোহরাব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১৬ জন ভিক্ষুকের মধ্যে ৫০ হাজার টাকা মূল্যের ১৬টি অটোরিকশা ও ২২ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও এতিম খানায় ৩ লাখ ৯৬ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১৪   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির: সুলতান সালাউদ্দিন টুকু
নির্যাতন করেও বিএনপি’র মনোবল এতটুকুও নষ্ট করা যায়নি: রিজভী
মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
বৃষ্টি ভেজা দিনে কাঁঠাল খাওয়ার উপকারিতা
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ