আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া
সোমবার, ১৫ মে ২০২৩



আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে শহরের আরিফপুরের পাবনা সদর কবরস্থানে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।
এখানে তাঁর বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অনেক আত্মীয়-স্বজনসহ এলাকার অনেক জন শায়িত আছেন।
রাষ্ট্রপ্রধান তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কবর জিয়ারত করেন।
পরে রাষ্ট্রপতির পিতা শরিফউদ্দিন আনসারী এবং মাতা খায়েরুননেসাসহ সকল আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর জন্যও দোয়া করা হয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা সকলের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, স্থানীয় সংসদ সদস্য-গোলাম ফারুক প্রিন্স, আহমেদ ফিরোজ কবির ও নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রেজাউল রহিম লাল, রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, রাষ্ট্রপতির দুই ভাই সহিদ ইকবাল সাঈদ ও মোহাম্মদ শাকির হোসেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
এরপরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা স্কয়ারের বাগানবাড়িতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং স্কয়ার গ্রুপের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর প্রয়াত বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অঞ্জন চৌধুরীর বাবা হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী।
এসময় তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানাসহ সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৪   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ