মঙ্গলবার, ২৩ মে ২০২৩

রুমায় মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » রুমায় মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



রুমায় মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল না‌মে আরো এক শ্রমিক আহত হন।

মঙ্গলবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহত ও আহত উভয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নবনির্মিত সীমান্ত সড়কের পাশে বলিপাড়া ৩৮ বিজিবির একটি অস্থায়ী ক‍্যাম্প নির্মাণের পরিকল্পনাধীন পাহাড়ে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান। গুরুতর আহত হন দুলাল।
তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে আনা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল নোমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষায় এদের একজনকে মৃত পাওয়া যায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিমকে সেখানে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:০৪   ৯৯ বার পঠিত