স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



স্বাস্থ্য খাতে  ৩৮ হাজার  ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ১৮৯ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে করোনাকালিন স্বাস্থ্য সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের নিকট থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহ ও তার ব্যবস্থাপনা, দ্রুত সময়ে ভ্যাকসিন ক্রয় ও প্রয়োগ করেছি। জনগণকে করোনার ভ্যাকসিন প্রদানে বাংলাদেশ বিশ্বের প্রথম ৫ দেশের মধ্যে অবস্থান করছে।

অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা : সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শিরোনামে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্য অর্জনে এই প্রস্তাবকে অবিস্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সারা বিশ্বের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৫   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
আর্থিক খাতের ঋণ দাতা ও গ্রহীতা উভয়কেই দায়িত্বশীল হতে হবে: ড. আনিসুজ্জামান
জালালাবাদ এবং লাফার্জহোলসিম গ্যাস সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত
বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর
এবারের বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই: সিপিডি
পাঁচ ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা
আওয়ামী লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে : অর্থ উপদেষ্টা
অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার
পাচারকৃত অর্থ আনতে রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত থাকতে হবে: গভর্নর
বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ