বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

পরিবেশ দূষণ: মিশর ডাইংকের গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ দূষণ: মিশর ডাইংকের গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



পরিবেশ দূষণ: মিশর ডাইংকের গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণ করায় টি এইচ ফেব্রিক্স লি (মিশর ডাইং) কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই সিদ্ধান্ত নেয় ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) ফতুল্লার কুতুবপুরের রামারবাগ এলাকার অভিযানটি পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর। সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বিদ্যুৎ বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতিত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। ইতোপূর্বে কারখানাটিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা হতে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত নির্দেশনা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল। বিভিন্ন দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৯   ১৪৭ বার পঠিত