সরিষাবাড়ীতে প্রশাসনিক অনুমতি ছাড়াই জমজমাটভাবে চলছে অস্থায়ী পশুর হাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রশাসনিক অনুমতি ছাড়াই জমজমাটভাবে চলছে অস্থায়ী পশুর হাট
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



সরিষাবাড়ীতে প্রশাসনিক অনুমতি ছাড়াই জমজমাটভাবে চলছে অস্থায়ী পশুর হাট

জামালপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়িতে প্রশাসনিক অনুমতি ছাড়াই ইজারা বিহীন জমজমাট ভাবে চলছে বেশকয়েকটি অস্থায়ী কোরবানি পশুর হাট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে ৫ দিনের জন্য অস্থায়ী হাটের ইজারা বিজ্ঞপ্তি ঘোষণা করেন। এতে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে তেমন একটা সাড়া মেলেনি। শুধুমাত্র উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রোহা ও জামিরা এলাকায় দুটি অস্থায়ী হাটের ইজারা দরপত্র বিক্রি হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়। এছাড়াও জেলা প্রশাসকের কড়া নির্দেশনা রয়েছে ইজারাবিহীনভাবে কোন অস্থায়ী পশুর হাট পরিচালনা করা যাবেনা।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, পোগলদিঘা তারাকান্দি কলেজ মাঠ, বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ ও ডোয়াইল বাজার এলাকায় সরকারি নীতিমালা ও নির্দেশনা উপেক্ষা করে ইজারা বিহীন অস্থায়ী পশুর হাট জমজমাট ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। আর এ সকল অবৈধ অস্থায়ী পশুর হাটে সহযোগিতা সহ নিরাপত্তা দিচ্ছেন পুলিশ প্রশাসন।

অস্থায়ী হাটের সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান, এ হাটগুলো দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর যাবৎ তারা করে আসছেন। কখনো কোন ইজারা নিতে ও দিতে হয়নি। এছাড়াও এখানে কোন ক্রাইম হচ্ছে না। পুলিশি নিরাপত্তায় হাট পরিচালনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা বলেন, সরকারি দল করে এটুকু সুযোগ সুবিধা যদি না পাই। তাহলে দল করে লাভ কি ? এটুকু সুযোগ আমরা নিবই। এছাড়াও ৪-৫ দিনের জন্য ইজারা নিয়ে কি হবে। প্রশাসনের বিষয়টা আমরা দেখব। এই নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই।

এদিকে সরকারি নীতিমালা অমান্য করে ইজারা বিহীনভাবে অবৈধ অস্থায়ী কোরবানি পশুর হাটে পুলিশ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নিরাপত্তা দিচ্ছেন এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা নিতে হয় কিনা আমি অবগত নই। তবে জনসমাগমস্থলে পুলিশের নিরাপত্তা দেওয়া দায়িত্ব ও কর্তব্য।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, যারা ইজারা ও অনুমতিবিহীন অস্থায়ী পশুর হাট করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫২   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান
চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন
আনাসের দেখানো পথে দেশ রক্ষার আহ্বান মৎস্য উপদেষ্টার
বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার
তরুণরা দেশের প্রতিটি সংকট পরিবর্তনের কেন্দ্রবিন্দু : যুব ও ক্রীড়া উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই: উপদেষ্টা আসিফ নজরুল
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি, এলাকাবাসীর মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ