বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অটো চুরির ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিব এর সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রুপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার শালিস বসে। বিচার শালিসি চলাকালে এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে এলাপাথারী ভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করি।

এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৯   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতাভিত্তিক - পরিবেশ উপদেষ্টা
মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে - ধর্ম উপদেষ্টা
নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই : তানিয়া বৃষ্টি
কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা
একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপদেষ্টা রিজওয়ানা
সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২
‘পিকি ব্লাইন্ডার্স’ স্টাইলে পোশাক পরায় আফগানিস্তানে ৪ তরুণ আটক
প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ফ্যাসিবাদ ভিন্নরূপে ক্ষমতার মসনদে আসার পাঁয়তারা করলে মোকাবিলা করবো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ